ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
আখেরি মুনাজাতে ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী

"গাউসুল আজমের উছিলায় ত্বরিকায়ে মাইজভান্ডারীয়া পেয়েছি"

কালের সমাজ চট্টগ্রাম প্রতিনিধি আগস্ট ২৩, ২০২৫, ০৬:৪৯ পিএম

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন, আওলাদে রাসূল (সাঃ) হযরত শাহসূফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারীর মহান খোশরোজ শরীফ সমাপ্ত হয়েছে। 


শুক্রবার দিবাগত রাতে শাহী ময়দানে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মাহফিলে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারী। তিনি বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাঁর একাত্ববাদে বিশ্বাস করার জন্য। তাই গাউছুল আজম মাইজভাণ্ডারীর কাছ থেকে আমরা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়া পেয়েছি। কোরআন সুন্নাহর মধ্যে যা আছে তাই ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার মধ্যে নিহিত। তাঁরা এই ক্ষমতাবলে ইসলাম ও কোরআন সুন্নাহ প্রচার করেছেন। মাহফিলে নায়েবে শাজ্জাদানশীন ছৈয়দ নূরুল বশর মাইজভান্ডারীসহ লাখো আশেকান, ভক্ত, মুরিদান উপস্থিত ছিলেন। 


খোশরোজ শরীফে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে গাউছিয়া রহমান মনজিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন। এ সময় আল্লাহু ধ্বনিতে প্রকম্পিত হয় মাইজভান্ডার জনপদ। 

 

কালের সমাজ/ আ.সা./ সাএ
 

Side banner
Link copied!