ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এক মাস লড়াই করে না ফেরার দেশে মাইলস্টোন শিক্ষার্থী তাসনিয়া

কালের সমাজ নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২৫, ১১:১১ এএম এক মাস লড়াই করে না ফেরার দেশে মাইলস্টোন শিক্ষার্থী তাসনিয়া

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী তাসনিয়া (১৫) এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেল।

 

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

 

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলশিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকেই এখনও চিকিৎসাধীন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

কালের সমাজ/এ. স./ সাএ
 

Side banner
Link copied!