তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা, খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৩ আগস্ট শনিবার জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ- এর সভাপতিত্বে ও সহ. শাখা প্রধান শাহীন মাহমুদের পরিচালনায় শাখা প্রধান হাফেয ইমরান খালিদ-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়।
প্রথম সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী ও বিশেষ অতিথি ছিলেন দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা, খুলনার প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী।
দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ, খুলনার অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির ও বিশেষ অতিথি ছিলেন তা`লিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসা, খুলনার প্রিন্সিপাল মাওলানা এ এফ এম নাজমুস সউদ।এছাড়া ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন শাখা দায়িত্বশীলগণ এবং উক্ত শাখার শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, হামদ,নাত, বক্তৃতা, অভিনয় ও আবৃত্তি সহ বিভিন্ন উপস্থাপনা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
আলহাজ্ব শামীম সাঈদী বলেন, তানযীমুল উম্মাহ একটি ব্যাতিক্রমী প্রতিষ্ঠান। যেখানে হিফযের পাশাপাশি আধুনিক জ্ঞান ও বিভিন্ন এক্সট্রা কারিকুলামের সাথে পরিচালিত হয়৷
একটি মহৎ উদ্যোগে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। যার ফলে অনেক জ্ঞানী দায়ী এখান থেকে বের হচ্ছে।
প্রফেসর হুমায়ুন কবির বলেন, অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থাপনাগুলো মনোমুগ্ধকর। আগে যে তকমা দিয়ে সেকুলাররা মাদরাসার ছাত্রদের পিছিয়ে রাখতো, আমাদের এখন তার থেকে দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে হবে।
উপস্থিত অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর উপস্থাপনায় ভুয়সী প্রশংসা করেন।
কালের সমাজ/ মা.বি./সাএ
আপনার মতামত লিখুন :