ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নির্বাচন চায় না যারা, তারা গণতন্ত্রের শত্রু: সাইদুর রহমান বাচ্চু

কালের সমাজ বদরুল আলম দুলাল, সিরাজগঞ্জ আগস্ট ২৩, ২০২৫, ০৬:১০ পিএম নির্বাচন চায় না যারা, তারা গণতন্ত্রের শত্রু: সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু বলেছেন, “গণতন্ত্রের প্রথম শর্ত হলো নির্বাচন। নির্বাচন চায় না যারা—তারা গণতন্ত্রের শত্রু, দেশেরও শত্রু।”

 

বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার ভবন কার্যালয়ে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “নির্বাচনের ট্রেন অলরেডি যাত্রা শুরু করেছে। কেউ যদি এই নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করে তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।”

 

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ।”

 

কালের সমাজ/ দু.শে./ সাএ

Side banner
Link copied!