ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আসছে ঢাকায় ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে। আগামী ২৫ থেকে ২৮ আগস্ট রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এ বৈঠক।
শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে সম্মেলনে আলোচনার জন্য নির্ধারিত ইস্যুগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে।
বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য ও ভারতীয় বেসামরিক নাগরিকদের ওপর বাংলাদেশি নাগরিক বা দুষ্কৃতিকারীদের হামলা প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, সীমান্তজুড়ে এক সারি কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত ইস্যু, বাংলাদেশ - ভারত সীমান্তে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) বাস্তবায়ন,পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর কলকাতায়। সে সময় বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধিত্ব করেন তৎকালীন মহাপরিচালক অশ্বিনী কুমার।
বিজিবি ও বিএসএফের সর্বশেষ সম্মেলন হয় এ বছরের ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে।
এবারের সম্মেলনটি বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও তার সরকারের পতনের পর এই প্রথমবার ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।
কালের সমাজ/ এ. স./ সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :