গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন চার দফা দাবিতে বিক্ষোভ করছে। ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা মহানগরীর শিমুলতলী, লালমাটি এবং দেশীপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়। প্রায় আধা ঘন্টা বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত মধ্যে রাতে চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কের শিববাড়ী মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। জিএমপি মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের চার দফা দাবিগুলো মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষার দ্রুত আয়োজন করতে হবে, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী পপ্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০% কোটা নিশ্চিত করে সকল প্রতিষ্ঠানে নিয়োগ নিশ্চিত করতে হবে, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নি¤œ স্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আনোদলনকারীরা জানান, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গঠিত ৯ সদস্যের পে অ্যান্ড সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী নির্ধারণ করা হয় এবং তাদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করা হয়। বর্তমানে বুয়েটসহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী পদে তথা দশম গ্রেডে নিজেদের চাকরি করার সুযোগ চেয়ে আন্দোলন করছে। মূলত: তাদের এ দাবির বিরুদ্ধেই ডিপ্লোমা প্রকৌশলীদের আজকের এ সমাবেশ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি ইছহাক পিকু। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৌশল সেক্টরে ডিপ্লোমা এবং বিএসসি উভয়কেই প্রয়োজন। আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীরা ডিজাইন, পরিকল্পনা, তদারকি, গবেষণা ইত্যাদি কাজ করবেন। আর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীরা ডিজাইন বাস্তবায়ন ও মেইনটেন্যান্সসহ ইত্যাদি কাজ করব। আপনারা আমাদের স্থানে কিংবা আমরা আপনাদের স্থানে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই আসুন বিশৃঙ্খলা না করে মিলেমিশে দেশ গড়ি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি মুস্তাফিজ বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা আজ দশম গ্রেডে সুযোগ চাচ্ছেন, কাল ১১তম গ্রেডে সুযোগ চাইবেন এটা তো হতে পারে না। প্রত্যেককেই তার নিজ নিজ কর্মক্ষেত্রে অবস্থান করা উচিত। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা যদি নিম্ন গ্রেডে আবেদন করেন তাহলে নিম্ন গ্রেডের লোকেরা কোথায় আবেদন করবেন?
কালের সমাজ/ গা.প./ সাএ
আপনার মতামত লিখুন :