ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৯

কালের সমাজ নারায়ণগঞ্জ প্রতিনিধি আগস্ট ২৩, ২০২৫, ১১:০৪ এএম নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে সবাইকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (২৩ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধদের মধ্যে রয়েছেন—দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), মেয়ে তৃষা আক্তার (১৭) ও ছেলে আরাফাত (১৫)। এছাড়া দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) ও মুনতাহা (১১)।


জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ৯ জনকে ভোরে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, আসমার ৪৮ শতাংশ, তৃষার ৫৩ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ এবং নবজাতক ইমামের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

 

দগ্ধ হাসানের ভাই রকিবুল সাংবাদিকদের বলেন, তার ভাই ও ভায়রা ভাই দিনমজুরের কাজ করতেন। তারা পরিবারসহ সিদ্ধিরগঞ্জের একটি আধা সেমিপাকা ঘরে থাকতেন। রাতে গ্যাস লাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে দুই পরিবারের সদস্যরা গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

 

কালের সমাজ/ এ.স./ সাএ

 

 

Side banner
Link copied!