ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

খেলাফত মজলিস ফরিদপুরে বৈঠক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন

কালের সমাজ বিপুল চন্দ ফরিদপুর প্রতিনিধি আগস্ট ২৩, ২০২৫, ০৬:৪২ পিএম খেলাফত মজলিস ফরিদপুরে বৈঠক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার মাসিক বৈঠক ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। মহানগর শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ মো. হেলালের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, জেলা প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন, যুব মজলিস সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এবং শ্রমিক মজলিস সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান। এছাড়াও মহানগর কমিটির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি ও ফরিদপুর সদর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।

 

কালের সমাজ/ বি.চ./সাএ

 

Side banner
Link copied!