সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে বিএসএফ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলায় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২ এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন।
কালের সমাজ/ এ. র./ সাএ
আপনার মতামত লিখুন :