কয়রায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সাথে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সদস্যদের এক মুখোমুখী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিত্রাণের ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা এনসিটিএফ সভাপতি নমিতা মুন্ডা এবং পরিচালনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও এনসিটিএফ সদস্যরা অংশগ্রহণ করেন।
সংলাপে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম, উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ. ব. ম আঃ মালেক, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, এনসিটিএফের সদস্য অনুপম মুন্ডা, ইষিতা মুন্ডা, অঞ্জনা মুন্ডা, অঘ্যে মুন্ডা, অন্তরা মুন্ডা, নবনিতা মুন্ডা, চুমকি মুন্ডা, অপিতা মুন্ডা, পূষ্পিতা মুন্ডা, সুর্বনা মুন্ডা, সিমা মুন্ডা প্রমুখ।
এ সময় এনসিটিএফের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। মুখোমুখি সংলাপে অনলাইন জুয়া আসক্তি, বাল্য বিবাহ, উপজেলা পরিষদে মা ও শিশুর জন্য কর্নার স্থাপন, প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও সিড়ি নির্মাণ, মাদকাসক্তি প্রতিরোধ, বিশুদ্ধ পানির অভাব, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা প্রতিরোধ, স্কুলে স্যানিটারি প্যাড সরবরাহ এবং স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উপস্থাপন করা হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :