ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কালের সমাজ | সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার আগস্ট ২৫, ২০২৫, ০৬:৩১ পিএম গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৫ আগস্ট) দুদক অভিযান চালায় এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ভয়াবহ চিত্র প্রকাশ পায়।

দুদকের গাজীপুর সহকারী উপ-পরিচালক এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি দল হাসপাতালটি পরিদর্শন করেন। তদন্তে দেখা যায়, কর্মকর্তারা সময়মতো অফিসে উপস্থিত না হওয়ায় রোগীরা সেবার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এছাড়া সরকারি নির্ধারিত ৩ টাকার টিকিটের পরিবর্তে রোগীদের কাছ থেকে ৫ টাকা করে আদায় করা হচ্ছে।

অভিযানে আরও পাওয়া যায়, গুরুত্বপূর্ণ আল্ট্রা-সোনোগ্রাম ও এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে অচল রয়েছে। রোগীরা বাইরে থেকে অতিরিক্ত অর্থ খরচ করে পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ কম এবং মানও নিম্ন। হাসপাতালের রান্নাঘর ও সার্বিক পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা অবস্থায় রয়েছে। স্টোরে রক্ষিত মালামালের হিসাব বাস্তবের সঙ্গে মেলেনি, যা দুর্নীতির ইঙ্গিত দেয়।

দুদকের এনামুল হক জানান, “আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেই এসব অনিয়মের দায় স্বীকার করেছেন। জনগণের অর্থ ও সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজোওয়ানা রশিদ বলেন, “প্রতিটি দপ্তরের কাজ নির্দিষ্ট কর্মকর্তাদের কাছে ভাগ করা হয়েছিল, কিন্তু তারা দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। এজন্য সকল দায়ভার আমাকে নিতে হচ্ছে।”

এই ঘটনায় স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের আশা প্রকাশ করেছেন এবং দুদকের অভিযানকে স্বাগত জানিয়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!