বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। আজ মামলার দশম সাক্ষী হিসেবে সাবেক আইজিপি মামুনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে এ মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজ দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশের জন্য রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার আবেদন করেছিলেন। ট্রাইব্যুনাল-১ তার আবেদন মঞ্জুর করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে তিনিই প্রথম আসামি যিনি অ্যাপ্রুভার হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :