ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ডা. নারায়ণ হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনকে আজীবন কারাদণ্ড

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ০২:২৮ পিএম ডা. নারায়ণ হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনকে আজীবন কারাদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া এবং সাইদ মিজি। আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম, সাইদুল, ফয়সাল এবং পেদা মাসুম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম।

আদালতের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন জানান, রায় ঘোষণার সময় ১০ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই ২০১২ সালের ২৩ আগস্ট রাতে মহাখালীতে তার আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের সময় তার সঙ্গে ছিলেন তার বৃদ্ধা মা; স্ত্রী লাকী চৌধুরী চট্টগ্রামে অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডের পরদিন বনানী থানায় তার বাবা হত্যা মামলা দায়ের করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!