ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২৫, ০১:৫১ পিএম হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় এক মিছিলে অংশ নেন। দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিল চলাকালে আসামিদের ছোড়া গুলিতে জুবায়েরের বাঁ কাঁধে আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।

এ ঘটনার পর ২২ আগস্ট জুবায়ের উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় ১১ জনকে নামীয় আসামি এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়, যেখানে শমী কায়সারের নাম সন্দিগ্ধ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে চলতি বছরের ৯ এপ্রিল ঢাকার সিএমএম আদালত মামলায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

গত ৮ ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করলে শুনানি শেষে তিনি তিন মাসের জামিন পান। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালত সেই জামিন স্থগিত করেন।

উল্লেখ্য, শমী কায়সার প্রখ্যাত সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য ও লেখিকা পান্না কায়সারের কন্যা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!