ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

কালের সমাজ আগস্ট ১৩, ২০২৫, ০৩:১৯ পিএম আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আগামী ২১ আগস্ট এ বিষয়ে আদেশ দেবেন।

বুধবার (১৩ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল–২ এ তারিখ নির্ধারণ করে। অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ও পাটোয়ারী এম মাহাদী হাসান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

এর আগে ৭ আগস্ট রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষ এক সপ্তাহ সময় চায়। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ১৩ আগস্ট দিন ধার্য করে, এবং আজ শুনানি শেষ হয়।

মামলায় মোট ১৬ জন আসামি রয়েছেন। এর মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে হাজতে আছেন—সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, জেলা ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান ও শেখ আবজালুল হক, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ।


এছাড়া সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক এসআই বিশ্বজিৎ সাহাসহ আটজন পলাতক। পলাতকদের পক্ষে ট্রাইব্যুনাল রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী নিয়োগ দিয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!