ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

জুলাই গণহত্যা: শেখ হাসিনা, আসাদুজ্জামান খানের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ১১:৩৩ এএম জুলাই গণহত্যা: শেখ হাসিনা, আসাদুজ্জামান খানের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

রোববার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই কার্যক্রম সম্পন্ন হবে। এর আগে রোববার সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৬ আগস্ট মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী হিসেবে দুইজন সাক্ষী—রিনা মুর্মু ও একেএম মঈনুল হক—নিজেদের জবানবন্দি প্রদান করেন। এখন পর্যন্ত মোট পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং সকলেই অভিযুক্তদের বিচার দাবি করেছেন।

মামলায় ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল বিচার শুরু করার আদেশ দেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!