জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ আগস্ট) সকালে হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের বেঞ্চে খায়রুল হকের আইনজীবী শুনানির জন্য সময় আবেদন করেন। এ সময় অ্যাটর্নি জেনারেলও শুনানির জন্য দীর্ঘ সময়ের আবেদন করেন। পরে হাইকোর্ট অক্টোবর মাসে শুনানির তারিখ ঠিক করেন।
এর আগে, ৭ আগস্ট খায়রুল হকের দাখিল করা আবেদনটি ১১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে নথিভুক্ত হয়। ওই দিন খায়রুল হকের আইনজীবী শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে এবং একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে উপস্থিত আইনজীবীরা জানান।
প্রসঙ্গত, ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করা হয়। পরে তাকে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতিসহ আরও তিনটি মামলা রয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :