ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নিজের পিস্তলের গুলিতে নিজেই আহত

কালের সমাজ | রাজশাহী প্রতিনিধি আগস্ট ২৮, ২০২৫, ০৬:৫১ পিএম নিজের পিস্তলের গুলিতে নিজেই আহত

রাজশাহী মহানগরীতে নিজের অস্ত্র পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কর্তকর্তা। গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্তকর্তার নাম ওয়ারেস আলী (৪৫)। তিনি কাটাখালি থানায় এসআই পদে রয়েছে।

তার নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরএমপির কাটাখালী থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মতিন জানান, পিস্তলটি নিজেই পরিষ্কার করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ও ভালো আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, পুলিশ কর্তকর্তা ওয়ারেস আলীকে ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালের সসমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!