কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানা আবারও প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুদয়াল সরকারি কলেজের পাশে এক শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটে। ছোট ভাইকে বাঁচাতে নেমে বড় ভাই নিজেও নদীর পানির নিচে আটকা পড়েন।
উদ্ধার হওয়া দুই সহোদর হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার বাসিন্দা সাকিব (২৫) ও শাকিল (৩০)। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। নদীতে প্রচুর কচুরিপানা ও আবর্জনার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়লেও ডুবুরি দলের ৩০ মিনিটের চেষ্টায় দুই ভাইকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, ছোট ভাই সাকিব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে বড় ভাই শাকিলও নদীতে নেমে পড়েন। কিন্তু নদীর অতিরিক্ত কচুরিপানার কারণে তারা পানির নিচে আটকা পড়েন।
স্টেশন অফিসার বলেন, ‘নরসুন্দায় ময়লা ও কচুরিপানার পরিমাণ এত বেশি যে উদ্ধার অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হয়েছে। দ্রুত নদীকে পরিচ্ছন্ন না করলে বড় ধরনের দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে।’
স্থানীয়রা বলছেন, এ ঘটনার পরই বোঝা যাচ্ছে, অবিলম্বে নদী খনন ও স্থায়ী পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া না হলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :