ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

নির্বাচন বয়কটকারীরা রাজনীতি থেকে “মাইনাস” হবে: সালাহউদ্দিন আহমেদ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৬, ২০২৫, ০৬:১২ পিএম নির্বাচন বয়কটকারীরা রাজনীতি থেকে “মাইনাস” হবে: সালাহউদ্দিন আহমেদ

দেশে নির্বাচনী আবহ তৈরি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বয়কট করবে, তারা ভবিষ্যতে নিজেরাই রাজনৈতিকভাবে “মাইনাস” হয়ে যাবে। তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকে কথা বলার সময়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা দেখছি না। তবে কয়েকটি দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, এটি তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। দেশের নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই তৈরি হয়েছে, যে কেউ এর বিপক্ষে যাবে, তারা রাজনৈতিকভাবে পিছিয়ে যাবে।”

তিনি আরও বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা রাখে। এবারের নির্বাচন হবে রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

সংখ্যানুপাতিক পদ্ধতি (PR) বা গণপরিষদের দাবি সম্পর্কে তিনি বলেন, “এটি মাঠ গরম করার একটি রাজনৈতিক কৌশল। আমাদের দৃষ্টি রাজনৈতিক স্থিতিশীলতার দিকে। কোন দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা, তবে যারা বাহানা করে বয়কট করবে তারা রাজনৈতিকভাবে পিছিয়ে যাবে।”

জুলাই জাতীয় সনদ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, “অঙ্গীকারনামার কিছু বিষয় আমাদের কাছে অযৌক্তিক মনে হয়। বিকল্প প্রস্তাবনা নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা চলবে, তবে সংবিধানের ওপর প্রাধান্য পাওয়া বিষয় ছাড়া কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না।”

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে তিনি বলেন, “বিএনপি কোনো জটিলতা চায় না। বর্তমান সরকার সবার ঐকমত্যে গঠিত হয়েছে; তত্ত্বাবধায়ক বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচন কার্যকর হবে। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্য কিছু ভাবার সুযোগ নেই।”

নির্বাচনের আগে জোট নিয়ে তিনি মন্তব্য করেন, “জামায়াতের সঙ্গে বিএনপির কোনো জোট নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে ভবিষ্যতে জোট হতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরনার দলের সঙ্গে আলোচনা চলছে, তবে এটি চূড়ান্ত নয়।”

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!