ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

কালের সমাজ | মোঃ মাহফিজুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি আগস্ট ২৬, ২০২৫, ০৫:৫৪ পিএম মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া রোধ করতে ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে প্রনদিতভাবে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। মঙ্গলবার বিরল কাঞ্চনঘাট ফ্যামিলি পার্ক জীবন মহল মিলনায়তনে ড. জীবন চৌধুরী সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়েছেন। সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিরল প্রেসক্লাবের সহযোগিতায় বিরল সেবক পার্টি।

ড. জীবন চৌধুরী বলেন, “নির্বাচনের সময় ঘোষণা হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। এ মহল চাইছে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি।”

তিনি আরও জানান, “গত ১৮ আগস্ট আমার জীবন মহল রিসোর্টে একটি নাটক সাজিয়ে ডিবি ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমার স্টাফদের জেল ও জরিমানা করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি সবকিছু মেনে নিয়েছিলাম। এরপরও কুচক্রি মহল থেমে নেই। তারা ভাড়া করা লোক দিয়ে জীবন মহল পার্কে ভাঙচুরের হুমকি দিচ্ছে, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে কুরুচিপূর্ণ প্রপাগান্ডা ছড়াচ্ছে।”

সংবাদ সম্মেলনে ড. জীবন চৌধুরী আরও বলেন, “এলাকাবাসীর সুবিধার জন্য দীর্ঘ ২৪ বছর ধরে সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমান মেডিকেল সেবা, চক্ষু চিকিৎসা, কম্বল, ঈদে নতুন কাপড়, সেমাই-চিনি এবং নগদ অর্থ বিতরণ করে আসছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরল প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, সাংবাদিক মোঃ নুরে আলম সিদ্দিক, দিপংকর রায়, জাহিদুল ইসলাম সুবেল, সুবল রায়সহ উপজেলা ও জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ড. জীবন চৌধুরী জানান, আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় জীবন মহল পার্কের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এদিন তিনি বিরল উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে সকল ষড়যন্ত্রের অবসান চেয়ে দাবি জানাবেন।

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!