শরীয়তপুর কোর্ট এলাকা ও আশেপাশের খালগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে শরীয়তপুর পৌরসভা ও একদল তরুণ স্বেচ্ছাসেবী। শহরের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং পৌরসভার সদস্যরা সকালের দিকে খালের জমে থাকা আবর্জনা ও আগাছা পরিষ্কার করেন। খাল পরিচ্ছন্ন করার এই কাজে উপস্থিত ছিলেন পৌরসভার কিছু কর্মকর্তা এবং ওয়ার্ড কাউন্সিলররা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি অব্যবস্থাপনার কারণে ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। এই উদ্যোগের মাধ্যমে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা কমানোর আশা করা হচ্ছে।
এ ছাড়াও এলাকাবাসী উল্লেখ করেছেন, শহরের কিছু খাল ভরাট করে দোকানপাট ও বাড়ি নির্মাণের কারণে পানি নিকাশনে সমস্যা দেখা দিয়েছে। সচেতন মহল ও জেলা প্রশাসনের মাধ্যমে খালগুলো উদ্ধার করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার আহবান জানানো হয়েছে।
পৌরসভা ও নাগরিকদের এই সমন্বিত উদ্যোগ শহরের পরিবেশ ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, এমন অংশগ্রহণমূলক কার্যক্রম শহরের সুশাসন ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করছে।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :