ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে : ইসি আনোয়ারুল

কালের সমাজ | স্টাফ রিপোর্টার আগস্ট ২৯, ২০২৫, ১২:২৬ পিএম এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে : ইসি আনোয়ারুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। অন্যথায় শুধু নির্বাচন কমিশন নয়, নির্বাচনী কর্মকর্তাদেরও দায় নিতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, বর্তমান সময় নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সামনে থাকা জাতীয় নির্বাচন। সব ধরনের বাধা অতিক্রম করে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা ছাড়া কমিশনের সামনে আর কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরেক কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশগ্রহণ করতে পারেন। প্রবাসীরাও উৎসাহ নিয়ে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।

অন্য কমিশনাররা একযোগে জানান, এ নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি তারা কৃচ্ছ্রসাধনের পরিবর্তে মিতব্যয়ী ব্যয়ে নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!