ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

কালের সমাজ | স্টাফ রিপোর্টার আগস্ট ২৯, ২০২৫, ১২:৩০ পিএম সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানার আদালতে আসামিদের হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

এর আগে, সকাল ১০টার দিকে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তাদের কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন আবেদন সমর্থন করেন। তবে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর একদিন আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মুক্তিযোদ্ধাদের নতুন সংগঠন ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক গোলটেবিল বৈঠককে ঘিরে উত্তেজনা দেখা দিলে এ পদক্ষেপ নেয়া হয়। রাতেই শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয় ১৬ জনকে।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন, তবে কামাল হোসেন আসেননি। হঠাৎ ২০-২৫ জন যুবক ঢুকে হট্টগোল শুরু করে। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে নিয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে একদল যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে উপস্থিতদের অবরুদ্ধ করে রাখে এবং পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের নতুন প্ল্যাটফর্মটি গত ৫ আগস্ট যাত্রা শুরু করে। সংগঠনটি বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!