ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ

কালের সমাজ | অনলাইন ডেস্ক আগস্ট ২৭, ২০২৫, ১১:৫৩ এএম নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আপিল বিভাগ কেবল তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে অস্থায়ী সমাধান দিতে আগ্রহী নয়। বরং নির্বাচনকালীন সরকারের জন্য এমন একটি কার্যকর ও টেকসই সমাধান চায়, যা বারবার সংকটে পড়বে না এবং গণতন্ত্রের ভিত্তিকে দীর্ঘমেয়াদে মজবুত করবে।

বুধবার (২৭ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। এদিন রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে মঙ্গলবার বিএনপি ও জামায়াতের পক্ষে আইনজীবীরা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায়কে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ বিশিষ্ট নাগরিক এবং একজন ব্যক্তি মিলে মোট পাঁচটি পুনর্বিবেচনা আবেদন দাখিল করেছেন।

২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী—অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা—বাতিল করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেই এ রায় ঘোষণা করা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন পুনর্বিবেচনার আবেদন করেন।

এর মধ্যে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান রয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও আবেদন করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। এ ব্যবস্থার বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে।

২০০৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ওই নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করে। তবে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!