ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল নির্মাণ শ্রমিকের অর্ধগলিত লাশ

কালের সমাজ | সাতক্ষীরা প্রতিনিধি আগস্ট ২৭, ২০২৫, ০২:৫৩ পিএম সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল নির্মাণ শ্রমিকের অর্ধগলিত লাশ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে কলারোয়া উপজেলার কাজির হাট কলেজের পাশে একটি মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন (২৭) কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন এবং দুই স্ত্রী ও দুই কন্যা সন্তানের পিতা ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, তার দুই স্ত্রী থাকার কারণে মাঝে মাঝে পারিবারিক দ্বন্দ্ব হতো। তিনদিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। আজ সকালে মাছের ঘেরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, “ইমরান হোসেন গত ২৪ আগস্ট নিখোঁজ হন। ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছিল। বুধবার সকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু— তা তদন্তের মাধ্যমে জানা যাবে। রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!