ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

কিশোরগঞ্জে কর্মজীবী দলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত

কালের সমাজ | মোঃ সবুজ মিয়া, কুলিয়ারচর কিশোরগঞ্জ প্রতিনিধি আগস্ট ২৭, ২০২৫, ০৮:২০ পিএম কিশোরগঞ্জে কর্মজীবী দলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার চার সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় দপ্তর।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিকলী শাখার মোঃ ওমর আলী। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কুলিয়ারচর শাখার মোঃ নূরুজ্জামান মিয়া এবং পাকুন্দিয়া শাখার মোঃ আব্দুল আমিন গোলাপকে। এছাড়া সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন করিমগঞ্জ শাখার জুয়েল মিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির খসড়া কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়ে অনুমোদন নিতে হবে। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা এই কমিটিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং দলীয় কার্যক্রমে উন্নতি ও অগ্রগতি উত্তরোত্তর বাড়ানোর দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!