ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ ছত্রভঙ্গ করল সমাবেশ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৭, ২০২৫, ০৩:২০ পিএম শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ ছত্রভঙ্গ করল সমাবেশ

রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে চাওয়ায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে শিক্ষার্থীরা শাহবাগে দ্বিতীয় দিনের মতো তিন দফা দাবিতে সমাবেশ করে স্লোগান দিতে দিতে সড়ক অবরোধ করেন। তারা দুপুর ১টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন। অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন।

শিক্ষার্থীদের স্লোগান ছিল, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো,
১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সকলকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ডিগ্রি। কোটা বা অন্য নামে সমমান পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া নন-অ্যাক্রিডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে IEB-BAETE-এর নিয়ম অনুযায়ী অ্যাক্রিডিটেড করতে হবে।

কালের সমাজ//র.ন

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!