ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

কালের সমাজ মানিকগঞ্জ প্রতিনিধি আগস্ট ২৭, ২০২৫, ০৭:০০ পিএম মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

মানিকগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখা।

 

গতকাল বুধবার (২৭ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নেতৃবৃন্দ।

 

অতিথিরা বলেন, ছাত্রশিবির কেবল রাজনীতি নয়, মেধা ও নৈতিকতা সম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।

 

কালের সমাজ/ কা.আ/ সা এ

Side banner
Link copied!