জুলাই আন্দোলনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার পৃথক তিন মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলম এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনটি হত্যা মামলার বিবরণ অনুযায়ী—
রাসেল হত্যা মামলা: ১৯ জুলাই কুতুবখালী এলাকায় আন্দোলনে অংশ নেন স্টিলের দোকানের কর্মচারী রাসেল মিয়া। আসামিদের গুলিতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোন আকলিমা আক্তার যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলা: একই দিনে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী মিছিলে অংশ নেওয়া প্রান্ত গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার চাচা নাদিম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
ইমরান হাসান হত্যা মামলা: ৫ আগস্ট আন্দোলনের শেষ দিনে গুলিতে নিহত হন ইমরান হাসান। পরবর্তীতে তার মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে পৃথক তিন মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হলো। এ ঘটনায় তিনটি মামলার তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :