ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

কাজিপুরে জয় বাংলা স্লোগানে শাস্তি

কালের সমাজ নুর আলম শেখ কাজীপুর প্রতিনিধি আগস্ট ২৭, ২০২৫, ০৬:৫১ পিএম কাজিপুরে জয় বাংলা স্লোগানে শাস্তি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে কান ধরে উঠবস করিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৭ আগস্ট) বিকেল পাঁচটার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজিপুরে বিএনপির স্থানীয় অফিসের সামনে দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন আওয়ামী লীগের দুই কর্মী। এ সময় তারা “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন।

 

স্লোগান শুনে অফিসের সামনে থাকা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদেরকে বিএনপির স্থানীয় অফিসে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করানো হয়।

 

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, কাজিপুরের মাটিতে কোনোভাবেই জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের স্লোগান দিলে তাকে “আইনের আওতায় আনা হবে”।

 

কালের সমাজ/ ন.আ./সাএ

 

Side banner
Link copied!