ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

এবারের নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ: ইসি

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৯, ২০২৫, ১১:১৫ এএম এবারের নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ: ইসি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জাতীয় নির্বাচন। আগামী সংসদ নির্বাচনকে তিনি “সবচেয়ে ঝুঁকিপূর্ণ” আখ্যায়িত করে বলেন, সব ধরনের বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সুষ্ঠু ভোট আয়োজন করতেই হবে। এর বিকল্প নেই।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, “ভালো নির্বাচন না হলে শুধু কমিশন নয়, মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও দায় নিতে হবে। ঘরে ফেরার কোনো পথ খোলা নেই। জীবন ঝুঁকিতে পড়লেও দায়িত্বে অবহেলা করা যাবে না।”

 

 

কালের সমাজ/এ.স/এ.জে

Side banner
Link copied!