রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা। এতে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রায় ৫০০ শ্রমিক এ আন্দোলনে অংশ নেন।
এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, শ্রমিকরা কুড়িলের ইনকামিং ও আউটগোয়িং উভয় সড়ক বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, নাগরিক ভোগান্তি কমাতে কয়েকটি বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে:
১. খিলখেত থেকে আসা যানবাহন ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী ও বনানীর দিকে যেতে পারবে।
২. রামপুরা দিক থেকে আসা গাড়িগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরের দিকে যেতে পারবে।
৩. রামপুরা থেকে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়েও উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরাগামী, তারা মহাখালী হয়ে কাকলী, আমতলী অথবা তেজগাঁও হয়ে যেতে পারবেন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে তীব্র যানজট তৈরি হয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
কালের সমাজ/এ.স./সাএ
আপনার মতামত লিখুন :