ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে নতুন শহর: প্রধান উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৬:৪৮ পিএম মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে নতুন শহর: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মহেশখালী-মাতারবাড়ীতে কেবল গভীর সমুদ্রবন্দর নয়, বরং একটি নতুন শহরের উদ্ভব ঘটবে। এখান থেকেই তৈরি হবে বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগের নতুন দুয়ার।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সঙ্গে বৈঠকে তিনি এ ভিশন তুলে ধরেন।

বৈঠকে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রকল্পটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়ন হবে—

  • প্রথম ধাপ: ২০২৫ থেকে ২০৩০ সাল,

  • দ্বিতীয় ধাপ: ২০৩০ থেকে ২০৪৫ সাল,

  • তৃতীয় ধাপ: ২০৪৫ থেকে ২০৫৫ সাল পর্যন্ত।

প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং জিডিপিতে দেড়শ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা শুধু একটি বন্দর নয়, সমুদ্রকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ‘ব্লু ইকনোমি’ গড়ে তুলতে চাই। মহেশখালী-মাতারবাড়ী শুধু একটি ফ্যাসিলিটেটিং জোন নয়, বরং একটি আধুনিক শহর হবে। সমুদ্রই হয়ে উঠবে আমাদের বিশ্বের পথে মহাসড়ক।”

গভীর সমুদ্রবিষয়ক গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া যেতে পারে। মহেশখালীতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের ওপরও তিনি জোর দেন। পাশাপাশি, ওশান ইকনোমি নিয়ে গবেষণা, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন এবং নতুন একাডেমিক প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।

পরিবেশ সংরক্ষণ এবং বনভূমি রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মহেশখালী অঞ্চলে একটি ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, “বর্তমান বনভূমির অবস্থা এবং ভবিষ্যতে আমরা সেটিকে কোন অবস্থায় দেখতে চাই, সেটি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা করতে হবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!