গৃহ ঋণের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এনসিসি ব্যাংক পিএলসি ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংকের নিয়মিত গৃহ ঋণগ্রহীতারা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা সুবিধার আওতায় আসবেন।
সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের উপস্থিতিতে, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, ইউনিট হেড অব রিটেইল ব্যাংকিং অ্যান্ড ব্যাংকাসুরেন্স এস. এম. তানভীর হাসান, হেড অব কার্ডস (চলতি দায়িত্ব) মোহাম্মদ আমিনুল ইসলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কনসালট্যান্ট ও হেড অব মার্কেটিং মো. জয়নাল আবেদিন ভূঁইয়া এবং গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “এই উদ্যোগ নিয়মিত গৃহ ঋণগ্রহীতাদের আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারকেও নিরাপত্তা প্রদান করবে। দুর্ঘটনাবশত ঋণগ্রহীতার মৃত্যু হলে তার বকেয়া ঋণ বীমা কোম্পানি সম্পূর্ণ পরিশোধ করবে, ফলে পরিবারের ওপর কোনো আর্থিক চাপ পড়বে না।”
তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকিং ও বীমা খাতের ঝুঁকি ব্যবস্থাপনায় এ উদ্যোগ একটি কৌশলগত ও উদ্ভাবনী পদক্ষেপ, যা গ্রাহকবান্ধব ও কল্যাণমুখী ভূমিকা রাখবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :