ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

জাতীয় পার্টির কার্যক্রম বন্ধের আবেদন ইসিতে

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:০০ পিএম জাতীয় পার্টির কার্যক্রম বন্ধের আবেদন ইসিতে

বাংলাদেশ জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। দলটির বিরুদ্ধে সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল থেকে হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে এ আবেদন দাখিল করেন। আবেদন জমা দেওয়ার পর তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তবে, বাংলাদেশ জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার সঙ্গে যুক্ত।

আবেদনে আরও বলা হয়েছে, দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করে এবং দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছে।

এতে দাবি করা হয়েছে, দেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় পার্টিকে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে। আবেদনকারীরা সংবিধানের আলোকে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!