ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

আইইউবিতে প্রাইম ব্যাংকের সেমিনার: তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:০৯ পিএম আইইউবিতে প্রাইম ব্যাংকের সেমিনার: তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন

প্রাইম ব্যাংক পিএলসি’র উদ্যোগে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হলো ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার। আইইউবির হিউম্যান রিসোর্স বিভাগ ও ইনডিপেনডেন্ট এইচআর সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর অংশ, যা শিক্ষা প্রতিষ্ঠান ও অংশীজনদের জন্য সমন্বিত ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সেমিনারে বিভিন্ন অনুষদের ২০০-রও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। আয়োজনটির মূল লক্ষ্য ছিল তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে সচেতন করা, পাশাপাশি তাদের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আর্থিক সাক্ষরতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাতে ক্যারিয়ার সম্ভাবনার ওপর।

প্রধান বক্তা হিসেবে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কনজিউমার ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম. নাজিম এ. চৌধুরী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি ডিজিটাল দক্ষতা, ভাষাজ্ঞান, যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা অর্জনের প্রতি জোর দেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলতে সঠিক দিকনির্দেশনা, জনসমক্ষে কথা বলার অভ্যাস ও নিজের ভাবনা প্রকাশে দক্ষতা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তারা তরুণ প্রজন্মকে দক্ষতা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতার মাধ্যমে টেকসই অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

আইইউবি থেকে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লান্ড, সহকারী অধ্যাপক ও এইচআর বিভাগীয় প্রধান ড. ইকরামুল হাসান, লেকচারার ইফফাত বিনতে কবীর, নাবিলা কামাল প্রমি ও আব্দুল্লাহ আল আহাদ উপস্থিত ছিলেন এবং প্রাইম ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ‘প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’, যা বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে তরুণরা ব্যাংকিংয়ের সঙ্গে সহজেই যুক্ত হয়ে আর্থিকভাবে দায়িত্বশীল হওয়ার অভ্যাস গড়ে তুলতে পারবেন। এ সময় অংশগ্রহণকারীরা সরাসরি অ্যাকাউন্ট খোলার অভিজ্ঞতাও অর্জন করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!