ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

শিবচরে পানিতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কালের সমাজ | আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৩৮ পিএম শিবচরে পানিতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার যাদুয়ারচর চার নং ওয়ার্ডের ময়নাকাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ সর্দার স্থানীয় যাদুয়ারচর এলাকার বিপ্লব সর্দারের ছেলে এবং আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্র।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে আলিফ স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে। নাস্তা খেয়ে সে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে পা পিছলে নদীতে পড়ে যায় আলিফ। সঙ্গে থাকা বন্ধুরা সাতার না জানায় তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে দ্রুত বাড়িতে খবর দেয়।

পরে স্থানীয় কয়েকজন যুবক নদীতে নেমে আলিফকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!