ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার রাজনৈতিক কৌশল ও ষড়যন্ত্র বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনের আগে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে নতুন করে শয়তানি শুরু করেছে। সেখান থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে উসকানি দিচ্ছে— মিছিল করো, গোলমাল করো, বিএনপির নেতাদের আক্রমণ করো।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কোনো আক্রমণ হলে আওয়ামী লীগের সেই হাত ভেঙে দিতে হবে। তবে বিএনপি নেতা-কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন নিজের গতিতেই চলবে।”
মির্জা ফখরুল নেতা-কর্মীদের শহীদ জিয়াউর রহমানের আদর্শে অটল থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের মতো সুযোগসন্ধানী দলে পরিণত হওয়া যাবে না। জনগণ তখন বিএনপিকে ভালোবাসবে না।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, “শেষ রক্তবিন্দু দিয়েও আমরা স্বাধীনতা রক্ষা করব। এখানে কোনো আপস নাই।”
ড. ইউনূসের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “ড. ইউনূসের রাজনীতি করার ইচ্ছে নেই। তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তবে আগামী দিনে বিএনপি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করবে।”
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচনসহ কোথাও বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।”
এছাড়া অতীত ভুলে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :