নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহী পলাশ উপজেলা প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ২টায় নবনির্মিত ভবন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন গাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে -আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খান
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিক হচ্ছে একটি দেশের চতুর্থ স্তম্ব,ও সমাজের দর্পণ আপনারা কোন দলের পক্ষ হয়ে কাজ করবেন না, আপনারা নির্দলীয় সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, ন্যায় নীতি ও আদর্শ বজায় রেখে কাজ করবেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন
এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি এসকে দেবনাথ, সাবেক সভাপতি আশাদউল্লাহ মনা,বোরহান মেহেদী, যুগ্ম সম্পাদক আলামিন, অর্থ সম্পাদক সাইফুল, দপ্তর সম্পাদক তারেক পাঠান, আক্তারুজ্জামান,,জাহিদুল ইসলাম, ও বায়েজিদসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :