বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কয়রায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কপোতাক্ষ কলেজ চত্বরে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো আয়োজন করে এ অনুষ্ঠান। খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ এস. এম. জাহিদুর রহমান শোভন। এছাড়া কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ—মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, এফ. এম. মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, কোহিনুর ইসলাম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়, যা পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :