ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

“পাতানো নির্বাচন আর এদেশে হবে না”: সেলিমুজ্জামান সেলিম

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:২৪ পিএম “পাতানো নির্বাচন আর এদেশে হবে না”: সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

আলোচনা সভায় তিনি বলেন, “গোপালগঞ্জে অনেকে দিবাস্বপ্ন দেখছে, ফ্যাসিস্ট হাসিনা আবার ক্ষমতায় ফিরবে। কিন্তু যে নিজের সন্তানদের গুলি করতে পারে, সেই ফ্যাসিস্টের আর এই মাটিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। চারবারের পাতানো নির্বাচন আর এদেশে হবে না।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ দেশের মানুষের সত্যিকারের মুক্তি এনে দিয়েছিলেন। জিয়া পরিবার কখনও দেশ ছেড়ে পালায়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখেও বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই— বাংলাদেশই আমার ঠিকানা।”

ইউনুস সরকারের উদ্দেশে তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, এ সময় আর পেছানোর সুযোগ নেই।”

র‍্যালি শেষে বিশ্বরোড সংলগ্ন মুকসুদপুর কলেজ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মাহাবুব আলম হিরু, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক আব্দুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, মহিলা দলের সভাপতি জাহানারা আলমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!