ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ঘোড়াঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কালের সমাজ | সাহারুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৫৬ পিএম ঘোড়াঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি, সাবেক তিনবারের হ্যাটট্রিক মেয়র আব্দুস সাত্তার মিলন। এছাড়া ঘোড়াঘাট পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ৪৭ বছরের গৌরবময় পথচলায় বিএনপি সবসময় দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতারা গণতন্ত্র রক্ষায় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আরও বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে, যেখানে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে।

ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, “মেয়র থাকাকালীন স্বৈরাচার সরকার দীর্ঘ ১৭ বছর মামলা-হামলার মাধ্যমে আমাদের দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক।”

উল্লেখ্য, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরুর ঘোষণা দেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!