টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (১ সেপ্টেম্বর) থেকে জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। এখন থেকে বৈধ পারমিট নিয়ে জেলেরা বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করতে পারবেন। তবে অবৈধ অনুপ্রবেশ, বিষ দিয়ে মাছ শিকার এবং বন্যপ্রাণী হত্যাসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বন বিভাগ টহল ব্যবস্থা আরও জোরদার করেছে। কাশিয়াবাদ স্টেশনসহ বনভিত্তিক বিভিন্ন ক্যাম্পের প্রহরীরা ইতিমধ্যেই মাঠে নেমেছেন।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়। এর লক্ষ্য হলো—বন্যপ্রাণী, নদী-খালের মাছ এবং সামুদ্রিক সম্পদের প্রজনন কার্যক্রম সুরক্ষা দেওয়া।
বাংলাদেশ অংশের সুন্দরবনের আয়তন ৬০১৭ বর্গকিলোমিটার, যার মধ্যে জলভাগের পরিমাণ প্রায় ১৮৭৪ বর্গকিলোমিটার (৩১ দশমিক ১৫ শতাংশ)। এখানে রয়েছে প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর এবং ২১৯ প্রজাতির জলজ প্রাণী।
বর্তমানে বন বিভাগ অনুমোদিত প্রায় ১২ হাজার নৌকার বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) আছে। শুধু খুলনা রেঞ্জেই বানিয়াখালী, কাশিয়াবাদ, নলিয়ান ও কালাবগি স্টেশনের আওতায় ২ হাজার ৯০০টি নৌকা পারমিটপ্রাপ্ত।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী শেখ নুরুল হুদা বলেন, “তিন মাস বিকল্প কর্মসংস্থান না থাকায় জেলেদের মানবেতর দিন কাটাতে হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সবাই পারমিট নিয়ে সুন্দরবনে ছুটে যাবেন। তবে তিন মাসের পরিবর্তে নিষেধাজ্ঞা দুই মাস করার দাবি আমাদের।”
কয়রার শাকবাড়িয়া নদীতীরের জেলে আলতাফ হোসেন জানান, “নিষেধাজ্ঞার সময়ে ধারদেনা করে পরিবার চালাতে হয়েছে। এখন মাছ ধরতে পারলে কিছুটা স্বস্তি ফিরবে।”
আরেক বনজীবী রফিকুল ইসলাম বলেন, “বছরে গড়ে প্রায় পাঁচ মাস সুন্দরবন বন্ধ থাকে। এ সময় পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। সরকারি সহায়তা থাকলেও তা পর্যাপ্ত নয়। নিষিদ্ধ সময়ে সহায়তার বরাদ্দ বাড়াতে হবে।”
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেড এম হাছানুর রহমান বলেন, “১ সেপ্টেম্বর থেকে পর্যটক ও জেলেদের জন্য পারমিট দেওয়া শুরু হবে। সব স্টেশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।”
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, “বৈধ পারমিট নিয়েই প্রবেশ করা যাবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। তবে সুন্দরবনের ঘোষিত অভয়ারণ্য এলাকাগুলোতে আগের মতোই প্রবেশ নিষিদ্ধ থাকবে।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :