দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার প্রাচীনতম স্থাপত্য ও অনন্য নিদর্শন ঐতিহাসিক সুরা মসজিদ। ৫০০ বছরের পুরাতন এই মসজিদটিতে এখনও মুসল্লীরা জুম্মার নামাজসহ ৫ ওয়াক্ত নামাজ আদায় ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকা ভুক্তি হলেও এর রক্ষনাবেক্ষন পালন করছেন মসজিদ কমিটি ফলে মসজিদটি সংস্কারের অভাবে তার জৌলুস হারিয়ে ফেলছে
মসজিদের অবস্থান: ঘোড়াঘাট উপজেলা পরিষদ থেকে ৪ কিলোমিটার পশ্চিমে ঘোড়াঘাট-হাকিমপুর সড়কের উত্তরে এর অবস্থান। ৫০০ বছর আগের দৃষ্টি নন্দন এই মসজিদের নির্মান কারুকার্য এক নজর দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দেশি-বিদেশী দর্শক ও পর্যটক। স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন জেলা শহর থেকে আসা দর্শনার্থীদের পদচারনায় মুখরিত থাকে সারা বছর।
নির্মানকাল: বিভিন্নসূত্র ও স্থানীদের মতে মসজিদটি প্রায় ৫০০ বছর আগে নির্মান করা হয়েছে। মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরন হিসেবে বিবেচিত এই মসজিদটি হোসেন শাহী রাজবংশের বাংলা সালতানাত যুগে নির্মিত হয়েছিলো বলে মনে করা হয়। তবে এর নির্মানকাল নিয়ে মতভেদ থাকলেও এটি ৫০০ বছর আগে নির্মিত বলে ধারনা করা হয় যেহেতু এই মসজিদটিতে কোন শিলালিপি নেই, তাই গঠন শৈলির উপর ভিত্তি করেই সম্ভাব্য নির্মানকাল ধারনা করা হয় সুলতান হোসেন শাহের আমলের নিদর্শন এই মসজিদ্।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :