চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় ফের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে প্রশাসন উদ্যোগ নিলেও উল্টো দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন জোবরা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হন। একই সঙ্গে দৈনিক খবরের কাগজের প্রতিনিধি আরাফ সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হামলার শিকার হন।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. লিখন রাজ জানান, শনিবার রাতে তাদের ওপর হামলা করা হয়েছিল। পরদিন দুপুরে সমঝোতার চেষ্টা চলাকালে আবারও স্থানীয়রা তাদের ওপর আক্রমণ চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :