ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

কালের সমাজ | মোঃ রোকনুজ্জামান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:০৩ পিএম সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৩সেপ্টেম্বর)  বেলা ১২ টার সময়  উপজেলা বিএনপি ও অংগসংগঠনের  আয়োজনে উপজেলা প্রশাসন চত্বর থেকে জাতীয়িতাবাদী  কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে  র‍্যালীটি শুরু হয়ে সদরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেপারী বাড়ীর মোড়ে গিয়ে শেষ হয় । র‍্যালীতে  উপজেলার বিএনপি ও অংগসংঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন, ও ব্যান্ড পার্টি সহ অংশগ্রহন করেন৷

র‍্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের  কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন,  ৪৭ বছরে বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্রের কাছে  জাতীয়তাবাদী  শক্তি মাথা নত করে নাই, আগামীতেও কোন ষড়যন্ত্রের কাছে বিএনপি মাথা নত করবে না৷ বর্তমান সরকার ঘোষিত  আগামী জাতীয় সংসদ  নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে । নির্বাচন বানচালের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

র‍্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোকলেকুর রহমান,  যুগ্ম সদস্য আব্দুস সাত্তার মাস্টার, আব্দুর রাজ্জাক খান, কে এম আবু সাইদসহ বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!