ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা, অটোগ্যাসও সামান্য হ্রাস

কালের সমাজ | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২, ২০২৫, ০৪:৪৬ পিএম এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা, অটোগ্যাসও সামান্য হ্রাস

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঘোষণা করা এ দাম একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একইসঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১৩ পয়সা কমানো হয়েছে। ফলে এখন অটোগ্যাসের নতুন মূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৫ পয়সা।

এর আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়েছিল। সেইসঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৪ টাকা ১৮ পয়সা হ্রাস করে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!