ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনার উদ্যোগ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৪৬ এএম আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনার উদ্যোগ

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি গাড়ি হবে মিতসুবিশি পাজেরো কিউএক্স (২৪২৭ সিসি মডেল), যার জন্য ব্যয় ধরা হয়েছে ১০১ কোটি ৬১ লাখ টাকা। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের জন্য আরও ২২০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের খরচ হবে প্রায় ৪৪৫ কোটি টাকা।

সূত্র জানায়, গত ২১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় গাড়িগুলো সংগ্রহ করা হবে।

তবে এই সিদ্ধান্ত সরকারের চলতি বছরের ৮ জুলাই জারি করা পরিপত্রের সঙ্গে সাংঘর্ষিক। পরিপত্রে বলা হয়েছিল, নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে। কেবলমাত্র ১০ বছরের বেশি পুরনো গাড়ি প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমতি নিয়ে ক্রয় করা যাবে। কিন্তু বর্তমানে মন্ত্রীদের ব্যবহৃত গাড়ি ৯ বছরের পুরনো, ফলে শর্ত পূরণ হয়নি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে পরবর্তী সরকারের জন্য মন্ত্রীসভার আকার (৬০ জন) নির্ধারণ করল এবং কেন এখনই গাড়ি কেনা হচ্ছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, “পরবর্তী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। এটি শুধু ব্যয়সাশ্রয়ী পদক্ষেপের পরিপত্রকেই উপেক্ষা করছে না, বরং এখানেই প্রশ্ন ওঠে—অন্তর্বর্তী সরকারকে এ দায়িত্ব কে দিয়েছে?” তিনি অবিলম্বে সিদ্ধান্তটি বাতিল করার আহ্বান জানান।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিদেশে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে অর্থ বিভাগের কর্মকর্তাদের দাবি, ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভাতেই গাড়ি কেনার সিদ্ধান্ত হয়। সভায় প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাহী দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ১৯৫টি পাজেরো জিপ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য ২৫টি মাইক্রোবাস কেনার অনুমোদনও দেওয়া হয়েছে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা এবং প্রতিটি মাইক্রোবাসের দাম ৫২ লাখ টাকা। এ খাতে ব্যয় হবে ৩৪৩ কোটি ২৩ লাখ ২৫ হাজার টাকা।

চলতি অর্থবছরের বাজেটে যানবাহন ক্রয়ের জন্য বরাদ্দ রয়েছে ৩২৮ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। কিন্তু ২৮০টি গাড়ি কিনতে মোট ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা। বাড়তি প্রায় ৯৭ কোটি টাকা মেটাতে অন্য খাত থেকে অর্থ ব্যয়েরও অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!