ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কালের সমাজ দিনাজপুর ব্যুরো সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:২৭ পিএম সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি নং রাজ-২৯৩৬) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদাকাত আলী খান। এতে নতুন সদস্য অন্তর্ভুক্তি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান এবং অর্থ সম্পাদক আব্দুস সালাম।

 

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আগামী দিনে আরও সুসংগঠিত হয়ে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

 

কালের সমাজ/ দি.প./সাএ

 

Side banner
Link copied!